শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাজশাহী সদর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আমান কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের বরাত দিয়ে রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাসের বাল্ব লিক হয়ে বিস্ফোরণ ঘটে। তবে, আশপাশে সেই সময় কেউ না থাকায় বড় অঘটন ঘটেনি। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান ফরহাদ হোসেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসএস/ওএইচ/এমজেএফ