ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে প্রাণিসপ্তাহে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ময়মনসিংহে প্রাণিসপ্তাহে বর্ণাঢ্য শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি- সুস্থ-সবল মেধাবী জাতি’ স্লোগান নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে অনুষ্ঠিত এ শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলকার নায়ন। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জাকারিয়া হারুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেলেনা আক্তার, আব্দুর রাজ্জাক, মলিনা রানী দত্ত, কাউন্সিলর আছমা বেগম প্রমুখ।

শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে। পরে স্থানীয় স্বপ্ন কুড়ি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান ও নিজাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে ডিম খাওয়ানো হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেলেনা আক্তার জানান, প্রাণিসপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রামে বিনামূল্যে ভ্যাকসিন ও প্রাণির চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।