তিনি বলেন, নেলসন ম্যান্ডেলা আফ্রিকার জন্য লড়াই করেছেন আর বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ফুলবাড়িয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অ্যারাইজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মেধাভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, সাবেক এমএনএ ও এমপি অধ্যাপক আ ন ম নজরুল ইমলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এমএএএম/এএ