মদ তৈরির কাঁচামাল ভর্তি ড্রাম
সাভার, ঢাকা: সাভারে নদী থেকে দেশি মদ তৈরির ৫০ ড্রাম কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গিকান্দা এলাকায় নদীতে অভিযান চালিয়ে এসব মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলী আকবর বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদীর মরা গাঙ্গ এলাকায় স্বপন ও তার চার মামা দেশি মদ তৈরি করে আসছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
এসময় নদী মধ্যে লুকিয়ে রাখা ৫০টি ড্রাম পাওয়া যায়। ড্রামগুলোতে দেশি মদ তৈরির কাঁচামাল রয়েছে। তবে এসময় মদ তৈরির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া জড়িতদের আটক করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।