শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দোস্ত গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আরিফ ঝিনাইদহ জেলার খাজুরা গ্রামের মৃত আজিবর মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে আরিফ মোটরসাইকেলে করে ঝিনাইদহের খাজুরা থেকে চুয়াডাঙ্গার দর্শনা যাচ্ছিলেন। পথে দোস্ত এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরিফ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক সোনিয়া আহমেদ মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এজি