ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বাউফলে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ৩

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে একটি স্ব‌র্ণের দোকা‌নে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সাবরেজিস্ট্রি অফিস এলাকায় বীণা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই দোকানের কর্মচারী শুধাংষ বালা (২৮), শ্রীবাশ (২৫) ও একজন রিকশাচালক আলতাব গাজী (৩০)।

তাদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে এদের মধ্য থেকে শুধাংষ বালা ও শ্রীবাশকে উন্নত চিকিৎসার জন্য রাত সোয়া ১১টায় বরিশাল-শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, রাতে উপজেলার সাবরেজিস্ট্রি অফিস এলাকায় বীণা জুয়েলার্সে ছয়জনের একটি ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা ক‌য়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এতে পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ডাকাতরা ওই জুয়েলার্সে থাকা সু‌কেজ ভে‌ঙে ৪/৫টি ট্রে ভ‌র্তি অলঙ্কার নি‌য়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে তা নিস্কৃয় করা হয়েছে। দু’জন দোকান কর্মচারী আহত হ‌ওয়ায় ওই দোকান থেকে কী প‌রিমাণ স্বর্ণ লুট হ‌য়ে‌ছে তা বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

বাংলা‌দেশ সময়: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২৬, ২০১৭
এমএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।