ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যুবলীগ নেতাকে মারধরের ঘটনায় আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বগুড়ায় যুবলীগ নেতাকে মারধরের ঘটনায় আটক ২ বগুড়ায় যুবলীগ নেতাকে মারধরের ঘটনায় আটক ২

বগুড়া: বগুড়ায় সোনাতলায় বালু উত্তোলনে নিষেধ করায় প্রতিপক্ষের  লোকজন যুবলীগ নেতা ঠাণ্ডা মিয়াকে মারধর করেছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সোনাতলা উপজেলার সোনাতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক দু’জন হলেন- উপজেলার কামারপাড়া গ্রামের জয়নালের ছেলে রাসেল (১৫) ও একই গ্রামের রফিকের ছেলে ইসমাইল হোসেন (১৬)।


আহত ঠাণ্ডা মিয়া বালুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কারিগর পাড়ার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার কামারপাড়া গ্রামের সাজু মিয়া ছোট বালুয়া গ্রাম থেকে ইঞ্জিন চালিত শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। দুপুরে ঠাণ্ডা মিয়া বালু উত্তোলনে নিষেধ করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সাজু মিয়া ও তার লোকজন উপজেলা সেটেলমেন্ট অফিস এলাকায় ঠাণ্ডা মিয়াকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা সদরে আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও বালুয়াহাট মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এসময় বিক্ষোভকারীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজনভাবে দু’জনকে আটক করা হয়েছে। এছাড়া মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও ‍জানান ওসি।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এমবিএইচ/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।