ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১৩০ পিস প্যাথিডিনসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বরিশালে ১৩০ পিস প্যাথিডিনসহ যুবক আটক বরিশালে ১৩০ পিস প্যাথিডিনসহ যুবক আটক-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশালে ১৩০ পিস প্যাথিডিনসহ সজল দাস (২৭) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডস্থ কাশিপুর ইছাকাঠী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সজল ওই এলাকার স্বপন দাসের ছেলে।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাকসুদুর রহমান মুরাদ।

তিনি জানান, দিনগত রাত ৯টার দিকে তার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান গোপন সংবাদের ওই এলাকা থেকে সজলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৩০ পিস জি-প্যাথিডিন ইনজেকশন ও ইনজেকশন বিক্রিত পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।