ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জের চাষাঢ়ায় ভাঙারির দোকানে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
না’গঞ্জের চাষাঢ়ায় ভাঙারির দোকানে আগুন চাষাঢ়ায় ভাঙারির দোকানে আগুন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়া রেললাইনের পাশের দু’টি ভাঙারির দোকান আগুন লেগেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় আগুনের সূত্রপাত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান সাইনুর রহমান বাংলানিউজকে বলেন, একটি ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আমাদের দু’টি ও হাজীগঞ্জ স্টেশনের দু’টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শী শান্ত জানান, সকাল পৌনে ৯টার দিকে লোকজনের চিৎকার শুনে গিয়ে দেখি দু’টি ভাঙারির দোকানে আগুন লেগেছে। মুহূর্তেই তা আরও ছড়িয়ে পরে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।