রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে যান নার্গিস। তবে, সকাল সোয়া ১১টা পর্যন্ত বদরুলকে আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান নার্গিস। সিলেটে পৌঁছেই সাংবাদিকদের দেওয়া বক্তব্যে বদরুলের দ্রুত বিচার দাবি করেন তিনি।
এরআগে ভিকটিম হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত থেকে নার্গিসকে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু, চিকিৎসাজনিত কারণে তাকে আদালতে হাজির হতে ছাড়পত্র দেননি চিকিৎসকরা।
২০১৬ সালের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে ফেরার পথে হামলার শিকার হন সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। প্রেম প্রত্যাখান করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) এখনও তার চিকিৎসা চলছে। তবে অনেকটা সুস্থ থাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি আদালতে সাক্ষী দিতে গেছেন।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এনইউ/ওএইচ/এমজেএফ