ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাফিক সার্জেন্টের হাতে নিউজ২৪’র সাংবাদিক লাঞ্ছিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
ট্রাফিক সার্জেন্টের হাতে নিউজ২৪’র সাংবাদিক লাঞ্ছিত পুলিশ বক্সের ভেতরের চিত্র/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশের চাঁদা আদায়ের দৃশ্যধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন নিউজ২৪-এর সিনিয়র রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপার্সন দেলোয়ার হোসেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক ফখরুল বাংলানিউজকে বলেন, গাড়ি থামিয়ে চাঁদা নিচ্ছিলো ট্রাফিক পুলিশ, আমরা দৃশ্য ধারণ করছিলাম।

এমন সময় ট্রাফিক সার্জেন্ট নবীর ও কনস্টেবল পারভেজ ‘ওরে ধর’ বলে ক্যামেরাম্যানের দিকে তেড়ে আসেন। বাধা দিলে তারা আমার ওপর হামলা চালায়। এ সময় আমি সাংবাদিক পরিচয় দিলে আমাকে গালাগালি করে আইডি কার্ড ছিঁড়ে ফেলে দেন তারা।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান সাংবাদিক ফখরুল।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাঈনুদ্দিন আরিফ জানান, হঠাৎ ‘ধর ধর’ বলে পুলিশের চিৎকার শুনে তাকিয়ে দেখি এক সাংবাদিককে মারধর করছে। আমরা এগিয়ে গেলে ওই সাংবাদিককে মারতে মারতে পুলিশ বক্সের ভেতরে নিয়ে যান পুলিশের সদস্যরা। পরে সবাই মিলে এগিয়ে গেলে সাংবাদিককে ছেড়ে পালিয়ে যায় তারা।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোস্তাফিজ বলেন, ‍আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। অপরাধ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭/আপডেট: ১৩৪০ ঘণ্টা
এএম/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।