রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক ফখরুল বাংলানিউজকে বলেন, গাড়ি থামিয়ে চাঁদা নিচ্ছিলো ট্রাফিক পুলিশ, আমরা দৃশ্য ধারণ করছিলাম।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান সাংবাদিক ফখরুল।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাঈনুদ্দিন আরিফ জানান, হঠাৎ ‘ধর ধর’ বলে পুলিশের চিৎকার শুনে তাকিয়ে দেখি এক সাংবাদিককে মারধর করছে। আমরা এগিয়ে গেলে ওই সাংবাদিককে মারতে মারতে পুলিশ বক্সের ভেতরে নিয়ে যান পুলিশের সদস্যরা। পরে সবাই মিলে এগিয়ে গেলে সাংবাদিককে ছেড়ে পালিয়ে যায় তারা।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোস্তাফিজ বলেন, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। অপরাধ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭/আপডেট: ১৩৪০ ঘণ্টা
এএম/ওএইচ/এমজেএফ