ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় মানবাধিকার বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
ভোলায় মানবাধিকার বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ শুরু মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ শুরু

ভোলা: ভোলায় মানবাধিকার বিষয়ক তথ্যানুসন্ধান ও প্রতিবেদন লিখন বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) শহরের হীড বাংলাদেশ ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

আইন ও সালিশ কেন্দ্র ও হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসনে আরা বেগম চিনু, জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বির উল্ল্যা চৌধুরী, আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন এইচআরডিএফের সম্পাদক মো. হোসেন। প্রশিক্ষণে ভোলা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা জেলার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে মানবাধিকার লঙ্ঘন ও অপরাধ, মানবাধিকার সংরক্ষণে স্থানীয় উদ্যোগ ও তার প্রয়োজনীয়তা, অনুসন্ধানে পদ্ধতিগত ধাপ ও কৌশলসহ ১২টি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জন অসিত দাস ও তপতী ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।