ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
মৌলভীবাজারে লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন

মৌলভীবাজার: মৌলভীবাজারে লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজম খান।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল, মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।