রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে কারা সপ্তাহ ২০১৭-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ বাংলাদেশে কারাবন্দিদের সংশোধন করে সমাজে পুনর্বাসন করার চেতনা ধারণ করে কারা সপ্তাহ উদযাপন করছে।
কামাল আরও বলেন, কারা বিভাগের জন্য নতুন করে ৩ হাজার ১০৭ জন জনবলের সরকারি আদেশ জারি করা হয়েছে। আশা করি, শিগগিরই এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সরকারি অন্যান্য পেশাকধারী সংস্থার সাথে মর্যাদার/ পদোন্নতির সামঞ্জস্য খতিয়ে দেখে গ্রেড উন্নতীকরণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।
তিনি বলেন, কারা কর্মকর্তাদের সর্বাত্মক প্রচেষ্টায় কারা বিভাগ দিন দিন সরকারের নজর কাড়ছে এবং এ ধারা অব্যাহত থাকলে কারা বিভাগ একদিন বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কাশিমপুর কারাগারে এসে পৌঁছালে কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন তাকে স্বাগত জানান। মন্ত্রী এ সময় কারা সপ্তাহ উপলক্ষ্যে কারা নিরাপত্তারক্ষীদের মনোজ্ঞ মার্চপাস্ট উপভোগ করেন এবং বেলুন উড়িয়ে কারা সপ্তাহ উদ্বোধন করেন।
এ সময় বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরএস/এসজেএ/এমজেএফ