ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে কলেজ ছাত্রীকে চড় মারলো সহপাঠী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
রাজশাহীতে কলেজ ছাত্রীকে চড় মারলো সহপাঠী

রাজশাহী: একাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্যে চড় মেরেছে এজাজ ওরফে রিক নামে তার এক সহপাঠী ছাত্র।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী সরকারি সিটি কলেজের ভেতরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর কলেজের সব ক্লাস স্থগিত দিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ভ‍ূত পরিস্থিতিতে জরুরি সভা করেছে কলেজের শিক্ষক পরিষদ।

রাজশাহী সিটি কলেজের মানবিক বিভাগের একাদশ প্রথমবর্ষের ওই ছাত্রীর বাংলানিউজকে বলে, ‘সকালে ‘ক’ শাখার শিক্ষার্থীদের অর্থনীতি বিষয়ের ক্লাস চল‍ার সময় বখাটে রিক ক্লাসে বসেই মোবাইল ফোনে কথা বলছিলো। এ সময় বায়োজিদ বোস্তামি স্যার তার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন। পরে তাকে ক্লাসের পেছনে গিয়ে বসতে বলেন। ’

ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা ওই শিক্ষকের কাছে অভিযোগ করেন, রিক প্রতিদিনই ক্লাসে বসে মোবাইল ফোনে কথা বলে, ফেসবুক চালায় এবং মেয়েদের উত্ত্যক্ত করে। তাদের কথায় সায় মেলায় ওই ছাত্রীও। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রিক।

সকাল পৌনে ১১টায় ক্লাস শেষ হয়। এরপর শ্রেণি শিক্ষক বের হয়ে যাওয়ার পর শিক্ষার্থীরাও ক্লাস থেকে বের হচ্ছিলো। এ সময় বখাটে রিক দাঁড়িয়ে ছিলো শ্রেণি কক্ষের দরজার পাশে। ওই ছাত্রী সেখান দিয়ে যাওয়ার সময় তাকে সবার সামনেই চড় মারে রিক। এক পর্যায়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজও করে রিক।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদে তার সহপাঠীরা রিকের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। কলেজ কর্তৃপক্ষ এ সময় সব শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।

রাজশাহী সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নিলুফার পারভীন বাংলানিউজকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজের ক্লাস স্থগিত করা হয়েছে। উভয় পক্ষের অভিভাবককে বিষয়টি জানানোও হয়েছে। রিকের এমন কাণ্ডের পর কলেজে শিক্ষক পরিষদের জরুরি সভা হয়েছে।

শিক্ষকরা রিককে কলেজ থেকে বহিষ্কারের সুপারিশ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসএস/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।