ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
ভোলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ভোলা: ভোলা শহরের মিঝি বাড়ির দরজা এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর জেলা শহরের জামিরালতা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

আহত ব্যক্তির নাম জানা যায়নি। তাকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, দুপুরে শহরের মিঝি বাড়ির দরজা এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিজানসহ মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।