রোববার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে অালোচিত বিষয় হচ্ছে সাইবার অপরাধ।
তিনি বলেন, সাইবার অপরাধ ও সন্ত্রাসীর মাধ্যমে সমাজ আক্রান্ত হলে সমাজ অস্থিতিশীল হয়ে পড়বে। ফলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে সাইবার জগতে সবার অবাধ বিচরণ। এ সুযোগে প্রতিনিয়ত সাইবার অপরাধীদের মাধ্যমে সাইবার জগত আক্রান্ত হচ্ছে। এর ফলে সমাজ আক্রান্ত হচ্ছে। সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধীদের ধ্বংস করতে পারলে সমাজ নিরাপদ হবে। নিরাপদ সমাজের মানুষ টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাবে।
ইনু বলেন, সন্ত্রাসবাদ আগেও ছিলো। তবে এখন যুক্ত হয়েছে ধর্মীয় সন্ত্রাসবাদ। ধর্মীয় সন্ত্রাসীরা মানবাধিকার, উন্নয়ন, গণতন্ত্র ও ইসলামবিরোধী। এ সন্ত্রাসীরা সমাজে থাকলে সমাজ, ইতিহাস, মানবতা হুমকির মুখ পড়বে। ধর্মীয় সন্ত্রাসীরা সাইবার জগত ব্যবহার করে সন্ত্রাস ছড়াতে চাইছে।
এজন্য সাইবার অপরাধ দমন আইন দ্রুত তৈরি করা উচিত বলে মনে করেন তথ্যমন্ত্রী।
গ্লোবাল সিটিজেন ফোরাম অন সাসটেনেবল ডেভলপমেন্ট গোলসের আহ্বায়ক কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদসহ ফোরামের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমসি/জেডএস