রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে। আমিনুল উপজেলার পশ্চিম মোবারকপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে যাত্রী নিয়ে সাপাহার থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন আমিনুল। পথে মোবারকপুর মোড় এলে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আমিনুলের মৃত্যু হয়। এসময় আহত হন দু’যাত্রী। পরে স্থানীয়রা আতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরবি/