ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পত্নীতলায় ট্রাকচাপায় ভ্যান চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
পত্নীতলায় ট্রাকচাপায় ভ্যান চালক নিহত

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার মোবারকপুর মোড়ে ট্রাকচাপায় আমিনুল ইসলাম নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানটির দু’যাত্রী।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে। আমিনুল উপজেলার পশ্চিম মোবারকপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে যাত্রী নিয়ে সাপাহার থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন আমিনুল। পথে মোবারকপুর মোড় এলে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আমিনুলের মৃত্যু হয়। এসময় আহত হন দু’যাত্রী। পরে স্থানীয়রা আতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।