ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে মেয়রের মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে মেয়রের মতবিনিময়

রাঙামাটি: রাঙামাটি পৌরসভার বর্তমান পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১০টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

মেয়রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা, চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ।

সভায় মেয়র বলেন, বর্তমান পরিষদ দায়িত্ব নিয়েছে এক বছর হতে যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি আমাদের বর্ষপূর্তি। ওই দিন দুপুর আড়াইটায় পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হবে। যা শহরের চিংহ্লামং মারী স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনার পর জেলা শহরের শতবর্ষী নাগরিকদের সম্মাননা, সেরা কর প্রদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি এবং পৌরসভার সাবেক মেয়র, চেয়ারম্যানদের সম্মাননা দেওয়া হবে।

তিনি আরো বলেন, এরপর ঢাকার জনপ্রিয় ব্যান্ড ‘আর্ক’ সঙ্গীত পরিবেশন করবে।

বর্ষপূর্তির অনুষ্ঠান সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মেয়র। এসময় তিনি সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।