রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১০টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
মেয়রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা, চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ।
সভায় মেয়র বলেন, বর্তমান পরিষদ দায়িত্ব নিয়েছে এক বছর হতে যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি আমাদের বর্ষপূর্তি। ওই দিন দুপুর আড়াইটায় পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হবে। যা শহরের চিংহ্লামং মারী স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনার পর জেলা শহরের শতবর্ষী নাগরিকদের সম্মাননা, সেরা কর প্রদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি এবং পৌরসভার সাবেক মেয়র, চেয়ারম্যানদের সম্মাননা দেওয়া হবে।
তিনি আরো বলেন, এরপর ঢাকার জনপ্রিয় ব্যান্ড ‘আর্ক’ সঙ্গীত পরিবেশন করবে।
বর্ষপূর্তির অনুষ্ঠান সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মেয়র। এসময় তিনি সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসআই