ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নারী ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
নারী ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় খুলনায় তৃণমূল নারী নেতৃত্ব প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা

খুলনা: খুলনায় তৃণমূল নারী নেতৃত্ব প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভায় অতিথিরা বলেছেন, নারীর যথাযথ ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হোটেল ক্যাসল সালামে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রূপান্তর’র পরিচালনায় ও উন্নয়ন সহযোগী সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহায়তায় তৃণমূল নারী নেতৃত্ব প্রকল্পের এ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিথিরা বলেন, খুলনার দাকোপ, বটিয়াঘাটা এবং বাগেরহাটের মংলা, রামপালে নারীরা নিজেদের উন্নয়নে যেভাবে এগিয়ে এসেছেন অন্য জায়গার নারীদেরও সেভাবে এগিয়ে আসতে হবে।

আর এ চারটি উপজেলায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রূপান্তর যে ভূমিকা পালন করেছে অন্যদেরও তেমন ভূমিকা পালন করতে হবে।

অভিজ্ঞতা বিনিময় সভায় রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) সুবাস চন্দ্র সাহা, বিশেষ অতিথি খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান, বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল, বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ বিল্লাল হোসেন ও নারী বিকাশ কেন্দ্রের কেন্দ্রীয় সভানেত্রী অ্যাডভোকেট অলোকানন্দা দাস।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বটিয়াঘাটা উপজেলা নারী বিকাশ কেন্দ্র সমন্বয় কমিটির সভানেত্রী প্রতিভা বিশ্বাস। স্বাগত বক্তব্য ও অভিজ্ঞতা বিনিময় সভার আলোচ্য বিষয় উপস্থাপন করেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন রূপান্তরের কর্মসূচি সমন্বয়কারী অসীম আনন্দ দাস।

সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুভদ্রা সরকার, গৌরপদ বাছাড়, হোসনেয়ারা মিলি, বুলু রায় গাঙ্গুলী, ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ রায়, ইসমাইল হোসেন বাবু, সুদেব কুমার রায়, বটিয়াঘাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ, খুলনা মহানগর নাগরিক ফোরামের মহাসচিব প্রদ্যুৎ রুদ্র চৈতি, নাগরিক নেতা দেবব্রত বিশ্বাস, কামরুল ইসলাম, ডা. গোলাম হোসেন, প্রহ্লাদ জোয়ার্দার, নারী নেত্রী অ্যানজেল মৃধা, সুজাতা দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমআরএম/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।