রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বাংলাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির উদ্দিন উপজেলার নদনা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে মাটি ভর্তি একটি পাওয়ার টিলার সোনাইমুড়ী সড়ক দিয়ে বাংলাবাজারের দিকে যাচ্ছিল। এসময় পাওয়ার টিলারটি পথচারী নাছির উদ্দিনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিঞা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসআই