ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিগগির দাখিল হবে অভিজিৎ হত্যার চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
শিগগির দাখিল হবে অভিজিৎ হত্যার চার্জশিট

ঢাকা: মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার তদন্ত কার্যক্রম শেষে হয়েছে এবং চার্জশিট প্রস্তুত করা হচ্ছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, খুব শিগগির চার্জশিট দাখিল করা হবে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় আমর্ড পুলিশ ব্যাটালিয়ন সদরদফতরে বাহিনীটির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ শীর্ষ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসটি/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।