ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শ্রমিকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
গাজীপুরে শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় একটি ইটভাটা থেকে আবদুল হামিদ (৫০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই এলাকার একটি ইটভাটায় বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হামিদ ময়মনসিংহের ফুলপুর থানার লাউয়াইর এলাকার কছিম উদ্দিনের ছেলে।

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় তিনি বাজার করতে গিয়ে আর বাড়িতে ফেরেননি। পরে রোববার দুপুরে ভাটার শ্রমিকরা বালু সরানোর সময় বালুর নিচে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মাথায় আঘাত করে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি বালুর নিচে চাপা দিয়ে পালিয়েছে।

এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বলেও জানান রফিকুল।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।