ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় রিভলবারসহ পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
কুমিল্লায় রিভলবারসহ পলাতক আসামি গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকা থেকে বিদেশি শর্টগান ও রিভলবারসহ কুমিল্লা শহরের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ১২টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আশিকুর রহমান আশিক ওরফে বোমা আশিককে (২৮) গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ৠাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানান। আশিক নগরীর ধর্মপুর কলেজ রোড এলাকার মোহাম্মদ আলী (ড্রাইভার) ওরফে মাহমুদ মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মো. মোস্তফা কায়জার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি শর্টগান ও ও বিদেশি রিভলবারসহ আশিককে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে এবং তিনি প্রত্যেকটি মামলার এজাহার নামীয় পলাতক আসামি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।