সোমবার (২৭ জানুয়ারি) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ৩১তম বৈঠক শেষে বিকেলে বাংলানিউজকে এমনটি জানান বন ও পরিবেশ সংসদীয় কমিটির চেয়ারম্যান, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সাবেক এ মন্ত্রী বলেন, পলিথিনের বিপক্ষে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
‘এটা যে শুধু পলিথিন উৎপাদনকারীদের বিপক্ষে তা নয়, পলিথিন উৎপাদন, বিপণন এবং ব্যবহারকারীদেরও অভিযানের আওতায় ফেলা হবে। ’
আগামী এপ্রিলের দিকে এ অভিযান শুরু হবে বলে জানান তিনি।
ড. হাছান মাহমুদ আরও বলেন, যারা পলিথিনের মোড়কে পণ্য বিপণন করছে তাদের জন্য ১ শতাংশ ইকো ট্যাক্স আরোপ করা হবে।
অন্যদিকে, পরিবেশ নিয়ে কাজ করার জন্য সরকারকে পরিবেশ বাবদ বাজেট আরও বাড়ানোর আহ্বান জানান সাবেক এ বন ও পরিবেশ মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসটি/জেডএস