ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ পলিথিন নির্মূলে বিশেষ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
অবৈধ পলিথিন নির্মূলে বিশেষ অভিযান

ঢাকা: সারাদেশে অবৈধ পলিথিন নির্মূলে পরিবেশ দপ্তরের মহাপরিচালকের তত্ত্বাবধানে টানা দুই সপ্তাহ চলবে বিশেষ অভিযান।

সোমবার (২৭ জানুয়ারি) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ৩১তম বৈঠক শেষে বিকেলে বাংলানিউজকে এমনটি জানান বন ও পরিবেশ সংসদীয় কমিটির চেয়ারম্যান, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সাবেক এ মন্ত্রী বলেন, পলিথিনের বিপক্ষে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

এ লক্ষ্যে সারাদেশে প্রত্যেকটি জেলায় জেলা প্রশাসক, র্যাব, পুলিশের সহযোগিতায় টানা দুই সপ্তাহ পলিথিন নির্মূল অভিযান চলবে।  

‘এটা যে শুধু পলিথিন উৎপাদনকারীদের বিপক্ষে তা নয়, পলিথিন উৎপাদন, বিপণন এবং ব্যবহারকারীদেরও অভিযানের আওতায় ফেলা হবে। ’

আগামী এপ্রিলের দিকে এ অভিযান শুরু হবে বলে জানান তিনি।

ড. হাছান মাহমুদ আরও বলেন, যারা পলিথিনের মোড়কে পণ্য বিপণন করছে তাদের জন্য ১ শতাংশ ইকো ট্যাক্স আরোপ করা হবে।

অন্যদিকে, পরিবেশ নিয়ে কাজ করার জন্য সরকারকে পরিবেশ বাবদ বাজেট আরও বাড়ানোর আহ্বান জানান সাবেক এ বন ও পরিবেশ মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।