ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল, সম্পাদক শাহজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
রাঙামাটি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল, সম্পাদক শাহজাহান রাঙামাটি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল, সম্পাদক শাহজাহান

রাঙামাটি: রাঙামাটি স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ব্যালেটের মাধ্যমে ৪৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সাওয়াল উদ্দীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলিক চাকমা পেয়েছেন ৩২ ভোট।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাঙামাটি সার্কিট হাউজে সাংবাদিকদের সামনে ফলাফলের ঘোষণা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল টিপু।

এদিকে ৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌমিত বড়ুয়া পেয়েছেন ৩৫ ভোট।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।