ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নারীর প্রতি সহিংসতা সমাজকে পিছিয়ে দিচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
নারীর প্রতি সহিংসতা সমাজকে পিছিয়ে দিচ্ছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এক মতবিনিময় সভা

রাজশাহী: নারীর প্রতি সহিংসতা সমাজকে পিছিয়ে দিচ্ছে। এ সহিংসতা কেবল ভুক্তভোগীর জন্যই নয়, সমাজের জন্যও ক্ষতিকর। তাই সমাজ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা এখন সময়ের দাবি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর মাস্টার শেফ রেস্তোরাঁয় পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এক মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।

‘ইউকে এইড ও অ্যাকশন এইড বাংলাদেশ’-এর সহযোগিতায় ‘শি-ক্যান প্রজেক্টের আওতায় এ সভার আয়োজন করা হয়।

মহিলা পরিষদ রাজশাহী শাখার সভানেত্রী কল্পনা রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আজিম।

বিশেষ অতিথি ছিলেন- রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আনজুমান আরা বেগম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডা. আমেনা খাতুন।

মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন, শি-ক্যান প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী শিরোপা কুলসুম। পরিচালনা করেন পিএসটিসির শি-ক্যান প্রজেক্টের ক্যাম্পেইন অফিসার শামসুন নাহার মিনা।

ধারণাপত্রে নারীর বিরুদ্ধে বিভিন্ন রকম সহিংসতার বিবরণ দেওয়া হয়। এছাড়া সামাজিক অপরাধ রোধে করণীয় সম্পর্কে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

সভায় নারীর বিরুদ্ধে সহিংসতাকে মানবাধিকারের ক্ষেত্রে বড় ধরনের সহিংসতা উল্লেখ করে বক্তারা বলেন, আমাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে সমাজ থেকে এ সহিংসতা নির্মূল করতে হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।