সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) রবিউল ইসলাম, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমানসহ অন্যান্য থানার ওসি ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে মো. মাশরুকুর রহমান খালেদ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরবাড়িতে পুলিশের আগুন লাগানোর ঘটনায় হাইকোর্ট তৎকালীন পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দেন। পরে আশরাফুল ইসলামকে খাগড়াছড়ির মহালছড়িতে ছয় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক হিসেবে বদলি করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজি/এসআই