ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ডিএসসিসির অভিযানের দ্বিতীয় দিনে ৭ গাড়ি জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
ডিএসসিসির অভিযানের দ্বিতীয় দিনে ৭ গাড়ি জব্দ মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন বাস চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান/ছবি: দীপু মালাকার

ঢাকা: মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন বাস চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের দ্বিতীয় দিনে ৭টি গাড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে ১২ জন  ড্রাইভারকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া  হয়।

সোমবার (০৬ মার্চ ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দিনব্যাপী ২০ বছরের পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

এদিন সকালে নগরীর ভিক্টোরিয়া পার্ক, নিউমার্কেট এবং মতিঝিলের নটরডেম কলেজের বিপরীত দিকে অনুষ্ঠিত মোবাইল কোর্টে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২ চালককে ১৫-২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ৭টি বাস ডাম্পিং করা হয়।

অভিযানে বিভিন্ন অপরাধে ৬১টি মামলা দায়ের হয়। এছাড়া ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দিকা, বিআরটিএ ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার ও ডিএসসিসি ম্যাজিস্ট্রেট মামুন সর্দার এ অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (০৭ মার্চ) গুলিস্তান আউটার স্টেডিয়াম সংলগ্ন টেম্পু স্ট্যান্ড, খিলগাঁও বাসস্ট্যান্ড ও শাহবাগ মোড়ে তৃতীয় দিনের অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা,  মার্চ ০৬, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।