ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার বা জাল ভোট দেওয়ার খবর পাওয়া যায়নি। সকালে ভোট গ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি কম ছিলো।
সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা মনির হোসেন বাংলানিউজকে বলেন, উপজেলার বেশ কিছু কেন্দ্র ঘুরেছি। সবগুলোতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বাংলানিউজকে বলেন, চার স্তরের নিরাপত্তায় উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অবশ্য ভোটারদের উপস্থিতি কম থাকার বিষয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতাউর রহমান বাংলানিউজকে বলেন, সম্প্রতি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দু’টি হত্যাকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি কম ছিলো।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী বাংলানিউজকে বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমার বিজয় ঠেকাতে ইর্ষান্বিত হয়ে বিভিন্ন গুজব রটাচ্ছেন। প্রবাসী অধ্যুষিত ওসমানী নগরের মানুষ শান্তি প্রিয়। তাই বিচ্ছিন্নভাবে এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
এদিকে, নির্বাচনে কেন্দ্রগুলোর ফলাফল জানতে প্রতিটি কেন্দ্রে রয়েছে প্রত্যেক প্রার্থী সমর্থকদের ভিড়। পক্ষান্তরে উৎসুক জনতাকে দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।
এ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে আতাউর রহমান (নৌকা), ময়নুল হক চৌধুরী (ধানের র্শীষ), শিব্বির আহমদ (লাঙ্গল), আওয়ামী লীগের বিদ্রোহী আখতারুজ্জামান চৌধুরী জগলু (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে গয়াছ মিয়া, ফেরদৌস খান, ভাইস চেয়ারম্যান (নারী) পদে মুক্তা পারভিন, মুসলিমা আক্তার চৌধুরী, শারমিন আক্তার ও হুছনা বেগম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, ২০১৫ সালের ১৩ জুলাই ওসমানীনগর উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নবগঠিত এ উপজেলা আটটি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে- তাজপুর, গোয়ালাবাজার, দয়ামীর, বুরঙ্গা, উমরপুর, সাদীপুর পশ্চিম পৈলনপুর, উছমানপুর।
উপজেলার ৮টি ইউনিয়নে ৫২টি ভোটকেন্দ্রে ৩১৪টি বুথে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনী দায়িত্বে রয়েছেন ৩১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬২৮ জন পোলিং অফিসার। এ উপজেলায় এক লাখ ২৯ হাজার ৮৫৭ ভোটার রয়েছেন। এদের মধ্যে ৬৪ হাজার ৩৮৭ জন নারী এবং ৬৫ হাজার ৪৭০ জন পুরুষ ভোটার।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এনইউ/আরআইএস/এসএইচ