ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

হাজী সেলিমের কোল্ড স্টোরে‌জকে ৬ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
হাজী সেলিমের কোল্ড স্টোরে‌জকে ৬ লাখ টাকা জরিমানা

ঢাকা: মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন খাদ্য সামগ্রী মজুদের অভিযোগে পুরান ঢাকার স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের মালিকানাধীন চান সরদার কোল্ড স্টোরেজকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০৬ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।  

অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

 

এ সময় কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শেখ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা,  মার্চ ০৬, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।