ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযানে খবর ফাঁস, গাড়ি নামায়নি চালকরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযানে খবর ফাঁস, গাড়ি নামায়নি চালকরা ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযান/ছবি: দীপু মালাকার

ঢাকা: গত দুই দিন ধরে বিভিন্ন এল‍াকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফিটনেসবিহীন গাড়ি ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

অভিযানে ধারাবাহিকতায় সোমবার (০৬ মার্চ) দুপুরে রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। কিন্তু অভিযানের খবর আগে থেকেই জানতে পেরে ফিটনেসবিহীন গাড়ি নিয়ে চাকলদের ভিক্টোরিয়া পার্ক এলাকায় চলাচল করতে না করে নিষেধ করে দেন পরিবহন মালিকরা।

চালকরা গাড়ি নিয়ে বের ‍না হওয়ায় ভিক্টোরিয়া পার্ক এলাকায় অন্য যে কোনো দিনের তুলনায় সাধারণ পরিবহনের সংখ্যা ছিল খুবই কম। অন্যান্য দিন দুপুর ১২টার পর থেকেই ভিক্টোরিয়া পার্ক এলাকায় বিশাল যানজটের সৃষ্টি হলেও সোমবারের চিত্র ছিল ভিন্ন।

এ সম্পর্কে পার্কে মোড়ের চা বিক্রেতা মো. ফারুখ বাংলানিউজকে বলেন, আজকে রাস্তায় কোনো পুরনো গাড়ি নেই। অন্যান্য দিন গাড়ির যানজটের কারণে এই এলাকায় হাঁটাচলা করা যায়। অভিযানের কথা গাড়ির চালকরা কাল রাতেই জেনে গেছে।

গাড়ি চালকদের সঙ্গে কথা বললে তারা বাংলানিউজকে জানান, মালিকরা সোমবারের অভিযানের কথা আগের দিন রাত থেকেই জানতো। তাই তারা চালকদের পার্ক এলাকায় গাড়ি না চালিয়ে স্ট্যান্ডে বসে থাকতে বলেছে। যেসব চালকের লাইসেন্স নেই তারা সোমবার গাড়ি নিয়েইই বের হয়নি।

বাহাদুর শাহ্ মিনি বাস পরিবহনের চালক মো. মান্নান বাংলানিউজকে বলেন, আমার গাড়ি তো উপর দিয়া ফিটফাট নিচ দিয়া সদরঘাট। তাই মালিক কাল রাতেই বলছে যেন আজ গাড়ি না চালাই!

অভিযান সম্পর্কে আগাম কীভাবে জানতে পারলেন? জবাবে ওই গাড়ি চালক বলেন, ভাই এই খবর কি আমরা জানবার পারুম? মালিকের সিটি করপোরেশনে এবং পুলিশে পরিচিত লোক আছে। তাগো মাধ্যমেই মালিক জানে। পরে মালিক আমগো জানায়।

ড্রাইভিং লাইসেন্সবিহীন সু-প্রভাত স্পেশাল সার্ভিসের চালক আমির উদ্দিন বাংলানিউজকে বলেন, আমি ১২ বছর ধইরা লাইসেন্স ছাড়া গাড়ি চালাই। কাল রাতে জানছি পার্ক এলাকায় অভিযান চলব। তাই আজ গাড়ি নিয়া বইসা আছি। অভিযান শেষ হইলে আবার গাড়ি নিয়া নামুম। আমার মতো সব ড্রাইভারই জানে আজ পার্ক এলাকায় অভিযান চলব তাই তারা কেউ গাড়ি লইয়া বাইর হয় নাই।
ভিক্টোরিয়া পার্ক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/ছবি: দীপু মালাকার
অভিযান চলাকালে কিছু সাধারণ পরিবহন চলাচল করলেও অভিযানের সম্পর্কে খবর পেয়ে চালকরা পার্ক এলাকার রাস্তা দিয়ে না এসে অন্যদিক দিয়ে চলে গেছেন। ফলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করার এলাকা দিয়ে খুব বেশি যানবাহন চলাচল করেনি।

এ সম্পর্কে ডিএসসিসির সার্ভেয়ার আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, অভিযানের কথা আজকে সকালে আমরা জানতে পেরেছি। আর মালিক ও চালকরা যদি জেনে থাকে তা কীভাবে তারা জেনেছে এ সম্পর্কে আমি কিছু জানি না।

ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী মেজিস্ট্রেট অভিযোগ ভিত্তিহীন দাবি করে বাংলানিউজকে বলেন,  আমরা এই তো সকালে জেনেছি তাহলে তারা কীভাবে অভিযান সম্পর্কে জানে?

এ পর্যন্ত কতটি ফিটনেসবিহীন গাড়ি ধরা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সব তথ্য আমরা এখন দিতে পারব না। তবে লাইসেন্সবিহীন একজন চালকে ১৫ দিনের জেলহাজতের সাজা দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির এক কমর্করতা বাংলানিজকে বলেন, এখন পর্যন্ত একটি মাত্র ফিটনেসবিহীন গাড়ি ধরা হয়েছে।

অভিযান সম্পর্কে চালকদের অগ্রিম জেনে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ডিএসসিসির যে সব ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযান সম্পর্কে আগে থেকে জানতো তারা হয়তো খবর ফাঁস করে থাকতে পারে।

রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় বরাবরই সব থেকে বেশি ফিটনেসবিহীন যানবাহন চলাচল করে বলে অভিযোগ রয়েছে। কিন্তু এ এলাকায় আড়াই ঘণ্টার অভিযানে মাত্র একটি ফিটনেসবিহীন গাড়ি আটক হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।