ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

মার্চের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের চেকলিস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
মার্চের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের চেকলিস্ট

ঢাকা: চলতি মার্চ মাসের মধ্যেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে একটি চেকলিস্ট (আবশ্যিক কাগজপত্রাদি তালিকা) তৈরি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তৈরি করা এ চেকলিস্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করারও প্রস্তাব থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৬ মার্চ) নির্বাচন কমিশনে সচিব তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মার্চে তৈরি করা চেকলিস্টের ভিত্তিতেই আগামী দু’বছর ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে।



দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি। নির্বাচিত সংসদের মেয়াদ হয় সংসদ সদস্যরা শপথ নেওয়ার দিন থেকে পরবর্তী ৫ বছর। বর্তমান সংসদের মেয়াদ পূর্ণ হবে ২০১৯ সালের ১৩ জানুয়ারি। সেক্ষেত্রে ২০১৯ সালের ১৩ জানুয়ারির পূর্বের ১৮০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।