সোমবার (৬ মার্চ) রাত ১১টায় পুলিশের নিয়মিত অভিযানে শহরের বাসস্ট্যান্ড রোডের তাজমহল হোটেলের তৃতীয় তলার ৪১৬ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক জলিল কুমিল্লা সদর দক্ষিণ থানার টেক বালিয়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
চাঁদপুর মডেল থানায় পুলিশ বাংলানিউজকে জানায়, জলিল ১৩ মামলার আসামি এই তথ্য দেশের সব থানায় দেওয়া আছে। তাকে আটকের পর কুমিল্লা সদর দক্ষিণ থানায় যোগাযোগ করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ তার বিরুদ্ধে থাকা সব ওয়ারেন্টের কাগজপত্র নিয়ে চাঁদপুর আদালতে আসবে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্লাহ ওলি বাংলানিউজকে বলেন, জলিল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচারকারীদের মধ্যে অন্যতম। সে ভারত সীমান্তের ৪ পয়েন্ট দিয়ে আসা মাদক দেশে পাচার করে। চাঁদপুরে মাদকের টাকা নেওয়ার জন্য সে আসে। বর্তমানে সে চাঁদপুর মডেল থানা হেফাজতে রয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৪৯৭ ঘণ্টা মার্চ ০৭, ২০১৭
এমএ/টিআই