মঙ্গলবার (৭ মার্চ) রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির নির্ধারিত বৈঠকে এ চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, অভিযুক্ত দু’জন ‘মাতৃ ও শিশু মৃত্যুরোধে জরুরি প্রসূতি সেবা ও স্বাস্থ্য উন্নয়ন’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ‘ক্যাম্পেইন’ না করে পরস্পর যোগসাজশে চার কিস্তিতে ২৪ লাখ ৮১ হাজার ৩৩ টাকা আত্মসাৎ করেছেন। এক্ষেত্রে তারা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে ঠিকাদারকে দিয়েছেন দেখালেও মূলত সেই টাকা নিজেদের কাছে রেখে দেন।
তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়ায় কমিশনে চার্জশিট দেওয়ার আবেদন করেন। এরই ভিত্তিতে কমিশন এই চার্জশিটের অনুমোদন দিয়েছে।
অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় ২০১৩ সালের ২ জানুয়ারি একটি অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৭।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসজে/এএটি/এইচএ/