ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কাউন্টার টেরোরিজম ইউনিটকে আরও শক্তিশালী করা হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
কাউন্টার টেরোরিজম ইউনিটকে আরও শক্তিশালী করা হবে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল-ছবি: বাংলানিউজ

রাজশাহী: শক্তিশালী কাউন্টার টেরোরিজম ইউনিট গড়ার প্রত্যয় ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকার আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য যা দরকার তাই করবে।

মঙ্গলবার (০৭ মার্চ) বিকেলে রাজশাহীর পবা থানার নব নির্মিত ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।

সারাদেশে ১০৩টি জরাজীর্ণ থানা চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ পবা থানার নতুন ভবন উদ্বোধন করা হলো।

পর্যায়ক্রমে দেশের সব থানাকে একই মডেলে একই ডিজাইনে একই সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনীতে রূপান্তরের কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, একই আসনের সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (জিআইজি) খুরশীদ হোসেন ও অতিরিক্ত জিআইজি নিশারুল আরিফ।

এর আগে বিকেল পৌনে ৪টায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরে পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি ফিতা কেটে পবা থানার নব নির্মিত ভবন উদ্বোধন করেন। সেখানে তিনি একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন। রাজশাহীর পবা থানার নতুন উদ্বোধন শেষে মহানগরীর শাহ মখদুম থানায় যান মন্ত্রী।  

সেখানে তিনি শাহ মখদুম থানার নতুন ভবন উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।