ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

জাপানের দিকে উ. কোরিয়ার মিসাইল নিক্ষেপে ঢাকার উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
জাপানের দিকে উ. কোরিয়ার মিসাইল নিক্ষেপে ঢাকার উদ্বেগ জাপানের দিকে উ. কোরিয়ার মিসাইল নিক্ষেপে ঢাকার উদ্বেগ

ঢাকা: জাপানের জলসীমায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। মঙ্গলবার (৭ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, উস্কানিমূলক যেকোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উত্তর কোরিয়াকে বলেছে বাংলাদেশ। একইসঙ্গে কোরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বানও জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পরমাণু অস্ত্র-বিস্তারবিরোধী জোট (এনপিটি) ও সমন্বিত পরমাণু অস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা সংক্রান্ত জোটের (সিটিবিটি) সদস্য হিসেবে পরমাণু নিরস্ত্রীকরণ ও অস্ত্র-বিস্তারের বিরুদ্ধে অবস্থান ঢাকার।

সোমবার (৬ মার্চ) জাপানের দিকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এ ক্ষেপণাস্ত্র চারটির তিনটিই পড়ে জাপানের জলসীমায় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনে। এ ঘটনাকে ‘হুমকির নতুন অধ্যায়’ বলে অভিহিত করেন জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
কেজেড/এনটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।