মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় শাহজাদপুরের পৌর এলাকার রূপপুর পাঠানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপুল পৌর এলাকার ভেরাদহ গ্রামের ফজর আলী শেখের ছেলে।
রাতে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শিমুল হত্যার সময় মোবাইলে ধারণকৃত ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন আসামি হিসেবে বিপুলকে গ্রেফতার করা হয়েছে।
এ নিয়ে শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
২ ফেব্রুয়ারি দুপুরে ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে মেয়র মিরুসহ ১৮ জন নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
এনটি