ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

শানু মিয়ার শূন্য ভিটে শূন্যই রইল

শেখ জাহাঙ্গীর আলম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
শানু মিয়ার শূন্য ভিটে শূন্যই রইল

ঢাকা: চোখে কিছুটা ঝাপসা দেখেন, একা একা চলাচল করতে কষ্ট হয় শানু মিয়ার। নিজের গ্রামের বাড়িতে থাকতেন বেশি ভাগ সময়। অসুস্থতার কারণেই খুব একটা বেড়াতেন না।

কিন্তু আত্মীয়ের এক বিয়ের অনুষ্ঠানে ঢাকায় আসেন শানু। কিন্তু ফেলে আশা সেই বাড়িতে আর ফিরে যাওয়া হলো না শানু মিয়ার।

শানু মিয়ার শূন্য ভিটে শূন্যই পড়ে রইল। ৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজধানীর পল্টনে কালভার্ট রোডের পল্টন টাওয়ারের সামনে একটি ম্যানহোলে পড়ে যায় শানু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এমন মর্মান্তিক ঘটনা কোনো ভাবেই মেনে নিতে পারছে না শানুর পরিবার ও স্বজনেরা।

জানা গেছে, মৃত শানু ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শেরপুর গ্রামে থাকতেন। গত ২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া থেকে নিজের ভাতিজা ফালুর বিয়ের অনুষ্ঠানে আসনে তিনি।

এদিকে, মর্মান্তিক এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা ও মোনালিসা কনস্ট্রাকশনে ফার্মকে।

মঙ্গলবার (৭ মার্চ) পল্টনে খোলা ম্যানহোলে পড়ে নিহত শানু (৪৫) মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে একটা মামলা দায়ের করে। মামলার বাদী পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বাংলানিউজকে বলেন, মামলায় কোনো ব্যক্তিকে আসামী করা হয়নি। তবে সেবাদানকারী প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা ও পল্টনের কালভার্ট রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান মোনালিসা কনস্ট্রাকশন ফার্মের বিরুদ্ধে এ মামলাটি করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আনোয়র হোসেন বাংলানিউজকে বলেন, মর্মান্তিক এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৫। এ ঘটনায় দোষীদের সনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

৭ মার্চ সকালে মৃত শানুর মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় তার পরিবারের পক্ষ থেকে তার ভাতিজা মো. শাহিন মরদেহ ঢামেক থেকে নিয়ে গেছেন বলেও জানিয়েছে হাসপাতাল সূত্র।
 
এদিকে, নগরবাসীরা অভিযোগ করে জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তার মাঝখানে এমন ম্যানহোল রয়েছে যার কোনো ঢাকনা নেই। এতে নগরবাসীর ঝুঁকি বাড়ছেই। বিশেষ করে শিশু ও বৃদ্ধ মানুষদের চলাচলে অনেকটা ঝুঁকি থেকেই যায়।

এই ঝুঁকি এড়ানোর জন্য প্রতিটি ম্যানহোলের মুখে ঢাকনা লাগানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানিয়েছে নগরবাসিরা।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।