ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
কুমিল্লায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোস্তোফা (৩৩) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের নড়িবাগ রেলগেটের সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশ কনস্টেবল দয়ালকান্দি চাকমা।

জানা যায়, রাতে নড়িবাগ রেলগেটের সামনে একদল ডাকাত পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। এসময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।