সোমবার (০৬ মার্চ) সকালের দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়েনের চরপাড়ায় একলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (০৭ মার্চ) দিনগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালে থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
নয়ন পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের মিরাজ আলীর ছেলে নয়ন।
নয়নের স্ত্রী বিলকিস আক্তার বাংলানিউজকে জানান, গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নয়ন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বাংলানিউজকে জানান, বিষয়টি থানায় কেউ জানায়নি।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
এনটি