মঙ্গলবার (৮ মার্চ) রাতে উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ী গোপালপুর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নুরুল গোপালপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় গোপালপুর এলাকার নুরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালের ১ ডিসেম্বর আটঘরিয়ায় থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি নুরুল।
সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতারের পরে তাকে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
এনটি