প্রতিদিনের সংসার-খরচ সামাল দিতে স্বামী যখন দিশেহারা তখন জাহানারা সিদ্ধান্ত নেন, কিছু একটা করতে হবে তাকে। এ সময় পাড়ার এক স্কুলশিক্ষকের কাছে জানতে পারেন বদরগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) যুব নারীদের কারিগরি শিক্ষা দিয়ে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করছে।
কথা হয় শতরঞ্জি তৈরির কারিগর, স্বাবলম্বী নারী জাহানারা বেগমের সাথে।
জাহানারা বলেন, আমার জীবনের অনেকটা সময় গেছে খেয়ে না খেয়ে। দিনমজুর স্বামীর একার রোজগার দিয়ে কষ্টে চলতো আমাদের সংসার। কি করবো ভেবে পাচ্ছিলাম না। এক স্কুলশিক্ষকের পরামর্শে বদরগঞ্জ বিআরডিবি অফিসে গিয়ে শতরঞ্জি তৈরির ট্রেনিং নিই। এখন শতরঞ্জি তৈরি ও বাজারজাত করে আমি আল্লাহর রহমতে ভাল আছি। আমি কৃতজ্ঞ বিআরডিবি অফিস কর্তৃপক্ষের কাছে। তারা আমাকে স্বাবলম্বী হয়ে উঠতে সহযোগিতা করেছেন।
বদরগঞ্জ বিআরডিবি অফিস সূত্রে জানা যায়,দারিদ্র্য বিমোচনের জন্য যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, এমব্রয়ডারি, সেলাই ও শতরঞ্জি তৈরি এই চারটি বিষয়ের উপর কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই কারিগরি প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। এসময় প্রত্যেক প্রশিক্ষণার্থী যুব মহিলাকে ২৫০ টাকা ভাতা দেয়া হয়। এছাড়া প্রতিদিন তাদের ১শত টাকা করে দেওয়া হয়। বাকি টাকা ট্রেনিং শেষে তাদের হাতে দেয়া হয় এবং সাথে দেয়া হয় ট্রেনিং প্রাপ্তদের প্রয়োজনীয় সরঞ্জামাদি।
এসব যুব মহিলা ট্রেনিং নিয়ে গ্রামে গিয়ে দল গঠন করেন। তারপর ওই দল বিআরডিবির কাছে লোনের আবেদন করলে বিআরডিবি সহজ শর্তে লোনের ব্যবস্থা করে দেয়। এমনকি তাদের তৈরি জিনিসপত্র বাজারজাত করতেও সহযোগিতা করে।
কথা হয় ট্রেনিং নিতে আসা খাদিজা বেগম(৪৫), মহিলা বেগম(৩৫), আইনুন নাহার ববির(৩৫)সাথে। তারা জানান, এখানে তারা একেকজন একেক বিষয়ের ওপর ট্রেনিং নিচ্ছেন। এখানে ট্রেনিং নিতে পেরে তাদের খুবই ভাল লাগছে। তারা আশাবাদী, ভবিষ্যতে তারা ভাল কিছু করতে পারবেন।
বদরগঞ্জ পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ২০০৮ সালে এই কার্যক্রমটি শুরু হয়েছে। এরই মধ্যে ১৩টি দলকে অর্থাৎ ১৭৩ জনকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হয়েছে। তাদেরকে সহজ শর্তে লোন দেয়া হয়েছে। যার পরিমাণ ৩১ লক্ষ ৪ হাজার টাকা।
বদরগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান ওবায়দুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় আমরাও কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
জেএম