এতে দুই আনসার সদস্য নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিখোঁজ দুইজনের মধ্যে মাদক ব্যবসায়ীদের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন বলেও বিশ্বস্ত সূত্র জানায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার (০৮ মার্চ) রাত ৯টার দিকে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ।
এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালান। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে কয়েকজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ঐক্য সিং, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিচিঞ্জার চাকমা, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোর্শেদ।
বর্তমানে বদরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খানাবাড়ী ভারত সীমান্তে হওয়ায় বিজিবি ও পুলিশের অভিযানকালে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা ওই বাড়িতে অবস্থান নেন।
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসএইচডি/এসএনএস