ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ১০ লাখ টাকার অনুমোদনবিহীন ওষুধ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
বরিশালে ১০ লাখ টাকার অনুমোদনবিহীন ওষুধ জব্দ

বরিশাল: বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডের বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের অনুমোদনবিহীন ওষুধ জব্দ করা হয়েছে।

পাশাপাশি অনুমোদনহীন এসব ওষুধ মজুদ ও বাজারজাত করার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সিনিয়র এএসপি আসাদুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৮ মার্চ) রাত ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।

 

তিনি জানান, নগরের অক্সফোর্ড মিশন রোডের একটি বহুতল ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া জামালের ফ্লাটে অভিযান চালানো হয়। এসময় তার ফ্লাটে মজুদ রাখা অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। এর মধ্যে সর্বোচ্চ বিদেশি তিন হাজার টাকা মূল্যের এবং হৃদরোগের ওষুধও রয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে জামালের বাবা সুলতান মুন্সী (৭০) ও বিক্রয় প্রতিনিধি কাইয়ুমকে (২৪) আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খান জানান, অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্য সমমান অনুমোদনবিহীন ওষুধ জব্দ করা হয়েছে। পাশাপাশি ওষুধ আইন ও বিএসটিআই আইনের পৃথক ধারা অনুযায়ী আটক সুলতান মুন্সীকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও কাইয়ুমকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সুলতান মুন্সীর বাড়ি বরগুনার পাথরঘাটা এবং কাইয়ুমের বাড়ি বরিশালের কড়াপুরে।

অন্যদিকে, ওষুধগুলো জব্দ করে তা পুড়িয়ে ফেলার জন্য রাত সাড়ে ১১টার দিকে নদী তীরবর্তী এলাকায় নিয়ে যাওয়া হয়।
  
ওষুধ তত্ত্বাবধায়ক তানভীর আহমেদ জানান, বিভিন্ন দামের এসব ওষুধ বিক্রি করে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।  

এপিবিএন পুলিশের পাশাপাশি অভিযানে বিএসটিআই ও ওষুধ তত্ত্বাবধায়ক বরিশালের কার্যালয় সহায়তা করে।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমএস/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।