ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

অভিযান আতংকে চালকরা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
অভিযান আতংকে চালকরা  অভিযান আতংকে চালকরা / ছবি: দীপু মালাকার

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত কয়েক দিন ধরে ফিটনেসবিহীন গণপরিবহন ও লাইসেন্সহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

এই অভিযানে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষীদের বিভিন্ন মেয়াদে জেলহাজত ও অর্থদণ্ড দেওয়া হচ্ছে। তবে ডিএসসিসি’র এই অভিযান নিয়ে সবচেয়ে বেশি আতংকে রয়েছেন রাজধানীর গণপরিবহনগুলোর চালকরা।


 
বুধবার (০৮ মার্চ) আতংকের কারণ নিয়ে বাংলানিউজের কথা হয় রাজধানীতে চলাচল করা বেশ কয়েকটি গণপরিবহনের চালরকর সঙ্গে। তারা বাংলানিউজকে জানান, রাজধানীতে চলাচল করা প্রায় ৮০ শতাংশ চালকের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স। আর লাইসেন্স করতে গেলে সহসা পাওয়া যায় না। আবার অনেক চালক রয়েছেন যারা দুই-তিন বছর আগে লাইসেন্সের জন্য আবেদন করেও এখনও পাননি। এমন অবস্থায় ডিএসসিসি’র অভিযানের ফলে চালকদের ঘরে বসে থাকতে হচ্ছে। আর যেসব চালক গাড়ি নিয়ে বের হন তাদের থাকতে হচ্ছে আতংকে। এর কারণ হলো ডিএসসিসি’র অভিযান।
 
আজমেরী গ্লোরী পরিবহনের চালক মো. ইমান হোসেন বাংলানিজকে বলেন, আমি লাইসেন্সে ছাড়া গত পাঁচ বছর ধরে গাড়ি চালাই। দুই বছর আগে লাইসেন্সের জন্য আবেদন করছি কিন্তু এখনও পাই নাই। এখন যদি আমারে ধরে তাহলে তো জেলে যাইতে হইবো। আমরা লাইসেন্সের জন্য আবেদন কইরাও যদি না পাই তাইলে কি আমাগো দুষ? এহন গাড়ি নিয়া বাহির হলে সারাক্ষণ অভিযানের আতংকে থাকতে হয়।
 
গাবতলী-সদরঘাট সাত নম্বর পরিবহনের চালক মো. মানিক মিয়া বলেন, একবার যে লাইসেন্সের জন্য বিআরটিএ’র অফিসে যাইব তার জীবন শেষ। আমি গত এক বছর ধরে লাইসেন্সের জন্য অফিস ঘুরেও এখন পর্যন্ত লাইসেন্স পাই নাই। এখন অভিযানের ভয়ে গাড়ি চালনোই বন্ধ করে দিতে হচ্ছে।
 
তবে আবেদন করে লাইসেন্স পাওয়া যায় না, চালকদের এমন অভিযোগ মানতে নারাজ কিছু কিছু গণপরিবহনের চালকরা। তারা বলছেন, অনেক চালক নিজে ইচ্ছা করেই লাইসেন্সের জন্য আবেদন করেন না। এর জন্য পরিবহন মালিকদেরও দোষ রয়েছে, তারা কেন লাইসেন্সবিহীন চালকদের গাড়ি চালাতে দেন!

ভিআইপি-২৭ পরিবহনের চালক সিদ্দিক মিয়া বাংলানিউজকে বলেন, লাইসেন্স করতে গেলে কিছু সমস্যা হয় ঠিক, কিন্তু একেবারে যে পাওয়া যায় না এটা ঠিক না। এই সব মিথ্যা কথা। তারা অভিযানের ভয়ে এখন আর গাড়ি নিয়া তেমন বের হয় না। তবে সরকার এখন লাইসেন্সের জন্য শিক্ষার যোগ্যতা চাইতাছে এইটা খারাপ কাজ। তাহলে কি এখন ভার্সিটির পোলাপান গাড়ি চালাইবো!
 
এ সম্পর্কে ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বাংলানিজকে বলেন, ফিটনেসবিহীন গণপরিবহন ও লাইসেন্সহীন চালকদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। যেসব চালকদের লাইসেন্স নেই তারা এখন নিজেদের বাঁচানোর অনেক ধরনের মিথ্যা কথাই বলবেন। তবে যাদের লাইসেন্স নেই তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।  
 
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এমএ/এসএনএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।