ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে মাদক ব্যবসায়ীদের কোপে ম্যাজিস্ট্রেটসহ আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ফুলগাজীতে মাদক ব্যবসায়ীদের কোপে ম্যাজিস্ট্রেটসহ আহত ১০ মাদক ব্যবসায়ীদের কোপে ম্যাজিস্ট্রেটসহ আহত ১০

ফেনী: ফেনীর ফুলগাজীর বদরপুর ভারত সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসায়ীদের কোপে আহত হয়েছেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এসময় আহত হয়েছেন পুলিশ সদস্যসহ আরও ১০জন।

বুধবার (০৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সোহেল রানা ফোনে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় পুলিশসহ তিনি অভিযান চালান।

এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালাযন। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ ও আনসার সদস্যদের বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে কুপিয়ে আহত করেন। তার হাত, বাহুসহ শরীরের বিভিন্ন অংশে কোপ লাগে। বর্তমানে তিনি ফুলগাজী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসধীন।

স্থানীয় সূত্র জানায়, এতে কয়েকজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। দুই আনসার সদস্য নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজের মধ্যে একজন নিহত হয়েছেন বলে একটি বিশ্বস্ত সূত্র জানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফেনীর অতিরিক্ত পুলিশ সপার (সার্কেল) ঐক্য সিং, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিচিঞ্জার চাকমা, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোর্শেদ।

বর্তমানে বদরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খানাবাড়ী ভারত সীমান্তে হওয়ায় বিজিবি ও পুলিশের অভযানকালে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা সেই বাড়িতে অবস্থান নেন।

সোহেল রানা জানান, মাদক ব্যবসায়ীদের ধরার জন্য বিজিবি ইএসএফ পতাকা বৈঠকের ব্যবস্থা  নিয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসএইচডি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।