ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলগাজী সীমান্তে মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার সদস্য নিহত

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ফুলগাজী সীমান্তে মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার সদস্য নিহত ফুলগাজী সীমান্তে পুলিশ-মাদক ব্যবসায়ী সংঘর্ষ

ফেনী: ফেনীর ফুলগাজীর বদরপুর ভারত সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও একজন। তবে নিখোঁজ ব্যক্তির নাম পাওয়া যায়নি।

বিশ্বস্তসূত্রে নিশ্চিত হওয়া গেলেও প্রশাসন এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।  

আহত ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, বিজিবি’র কুমিল্লা জোনের সিওসি আসছেন, ওদিক থেকে আসছে বিজিবিও।

পতাকা বৈঠকে মৃত্যুর খবর নিশ্চিত করা হবে। মারা গেলে মরদেহ ফেরত দেওয়া হবে।  

বুধবার (০৮ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা নিশ্চিত হওয়া যায়।

এর আগে, মাদক ব্যবসায়ীদের কোপে আহত হন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এসময় আহত হয়েছেন পুলিশ সদস্যসহ আরও ১০ জন।

আহত ম্যাজিস্ট্রেট সোহেল রানা

তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় পুলিশসহ তিনি অভিযান চালান।

এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালান। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ ও আনসার সদস্যদের বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে কুপিয়ে আহত করেন। তার হাত, বাহুসহ শরীরের বিভিন্ন অংশে কোপ লাগে। বর্তমানে তিনি ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস‍াধীন।

বর্তমানে বদরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খানাবাড়ী ভারত সীমান্তে হওয়ায় বিজিবি ও পুলিশের অভিযানকালে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা সেই বাড়িতে অবস্থান নেন।

সোহেল রানা জানান, মাদক ব্যবসায়ীদের ধরার জন্য বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের ব্যবস্থা নিয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসএইচডি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।