ঘটনার তদন্ত-সংশ্লিষ্টরা জানান, মুফতি হান্নানের ফাঁসির রায়ের পর তাকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে হুজি জঙ্গিরা। অপারেশনাল সেলের সিদ্ধান্ত অনুযায়ী, অন্তত ২০ জঙ্গিকে প্রিজন ভ্যানে হামলার দায়িত্ব দেওয়া হয়।
ঘটনার দিন জঙ্গিরা ছয় থেকে আটজন সদস্য করে তিনটি গ্রুপে ভাগ হয়ে উত্তরার আজিমপুর, টঙ্গী ব্রিজ ও টঙ্গী সরকারি কলেজের সামনে অবস্থান নেয়। তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করছিল অন্য একটি গ্রুপ।
গত সোমবার (০৬ মার্চ) ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে যাওয়ার সময় মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানটি টঙ্গী সরকারি কলেজের সামনে পৌঁছালে হামলা চালায় জঙ্গিরা।
পুলিশ জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় জঙ্গিরা নিজস্ব কৌশল অনুযায়ী তৃতীয় স্পটটিকে অপারেশনের জন্য বেছে নেয়। তাদের পরিকল্পনা ছিল, মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানের সামনে থাকা পুলিশের গাড়িতে বোমা হামলার পর এলাকা ফাঁকা হয়ে যাবে গেলে জঙ্গিদের আরেকটি টিম তাদের ছিনিয়ে নেবে।
তবে, টঙ্গী সরকারি কলেজের সামনে জঙ্গিদের যে দলটিকে বোমা হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়, তারা প্রিজন ভ্যানের সামনে পুলিশের গাড়িতে বোমা হামলা চালাতে ব্যর্থ হয়। হামলাকারী জঙ্গিদের বোমা প্রিজন ভ্যানের পিছনে থাকা পুলিশের গাড়িতে গিয়ে পড়ে। এরই মধ্যে প্রিজন ভ্যান ও এর সামনে থাকা পুলিশের গাড়ি অনেক দূরে চলে যায়। মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনাও ভেস্তে যায় জঙ্গিদের।
এদিকে, ওইদিন ঘটনাস্থল থেকে গ্রেফতার জঙ্গি মোস্তফা কামালের তথ্যের ভিত্তিতে জড়িত আরেক জঙ্গি মিনহাজ ওরফে সবুজকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশ। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারের পর সবুজকে ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, জঙ্গিরা প্রশিক্ষিত হওয়ায় সহজে মুখ খুলছে না। নানা কৌশলে তাদের থেকে তথ্য বের করার চেষ্টা চলছে। হামলাকারীরা কোথায় প্রশিক্ষণ নিয়েছে, তাদের প্রশিক্ষক কারা, এসব বিষয় জানার চেষ্টা চলছে।
প্রিজন ভ্যানে হামলার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হামলার পরিকল্পনাকারীসহ হামলায় অংশ নেওয়া পলাতক জঙ্গিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সোমবার বিকেলে হুজির শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ ১৯ জঙ্গিকে আদালতে হাজিরা শেষে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার সময় টঙ্গীর কলেজ গেট এলাকায় এ হামলা হয়। এ ঘটনায় সোমবার দিনগত রাতে টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। ঘটনাস্থল থেকে আটক মোস্তফা কামালসহ অজ্ঞাত আরও সাত-আটজনকে মামলায় আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭/আপডেট ১১২৩ ঘণ্টা
পিএম/এসএনএস/জেএম