অশ্রুসিক্ত চোখে হাসপাতালের সিটে কাতরাতে কাতরাতে বাংলানিউজকে কথাগুলো বলছিলেন মাদক ব্যবসায়ীদের কোপে আহত ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
বুধবার (০৯ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে ফেনীর ফুলগাজীর ভারতীয় সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের কোপে আহত হন তিনি।
তিনি জানান, দীর্ঘদিন ধরে জেলার ফুলগাজীর বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকা দিয়ে বাংলাদেশে মাদকসহ নিষিদ্ধ ড্রাগস ঢুকছিল।
সেই স্পটকে কেন্দ্র করে রাতে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু স্পটে প্রবেশের আগেই ভারত সীমান্তে ওঁৎ পেতে থাকা মাদক ব্যাবসায়ীরা সোহেল রানা এবং তার সঙ্গে থাকা পুলিশ ও আনসার সদস্যদের উপর অতর্কিত হামলা চালান। তারা গুলি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এসময় আত্মরক্ষার্থে ১৪ রাউন্ড রাবার বুলেট ছুড়লেও রক্ষা পাননি এক আনসার ও এক সহযোগী।
স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীদের হামলায় নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও একজন। তবে নিখোঁজ ব্যক্তির নাম পাওয়া যায়নি।
বিশ্বস্তসূত্রে নিশ্চিত হওয়া গেলেও প্রশাসন এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
তবে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফুলগাজীর বদরপুর সীমান্তে মাদক ব্যবসায়ীদের ধরতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত আনসার সদস্য নওশের আলীর লাশ ফেরত দেয়নি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার মধ্যরাতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে লাশটি ফেরত দেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (০৯ মার্চ) ময়না তদন্তের আগে লাশ ফেরত দেবেন না বলে জানিয়ে দেন বিএসএফ’র কর্মকর্তারা।
ভারতীয় মাদক ব্যাবসায়ীদের কোপে আহত হয়েছেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এসময় আহত হয়েছেন পুলিশ সদস্যসহ আরও ১০ জন।
সোহেল রানা বাংলানিউজকে জানান, বুধবার রাত ৯টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় পুলিশসহ তিনি অভিযান চালান।
এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালান। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ ও আনসার সদস্যদের বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে কুপিয়ে আহত করেন। তার হাত, বাহুসহ শরীরের বিভিন্ন অংশে কোপ লাগে।
বর্তমানে বদরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খানাবাড়ী ভারত সীমান্তে হওয়ায় বিজিবি ও পুলিশের অভিযানকালে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা ভারতেন সেই এলাকায় অবস্থান নেন।
রাতে পতাকা বৈঠক হলেও নিহত আনসার সদস্য ও নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি।
ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎকার
বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসএইচডি/এসএনএস